প্রিয় মেকা সদস্য,
আস-সালামু-আলাইকুম।
মেকা এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি মহান বিজয় দিবস ২০২০ এর শুভেচ্ছা।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মির্জাপুর ক্যাডেট কলেজ দীর্ঘজীবী হোক, মেকা দীর্ঘজীবী হোক।
কামনা করি, পরিবার – পরিজন নিয়ে আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন।
United We Stand.
শাহ্ আহমেদুল কবির (শুভ্র)
জি, এস – মেকা